আমিরুল হ'ত্যা'র বি'চার চাইলেন ইউপি সদস্য

আমিরুল হ'ত্যা'র বি'চার চাইলেন ইউপি সদস্য

MB tv

55 лет назад

24 Просмотров

মঠবাড়িয়ায় আমিরুল হ'ত্যার বি'চার চাইলেন সাবেক ইউপি সদস্য
-------------------------------
পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শ'ত্রু'তা'র জেরে মাহফিল থেকে ফেরার পথে আমিরুল ইসলাম হাওলাদার (৪২) নামের এক প্রবাসিকে কু"পি"য়ে হ'ত্যা'র ঘটনায় আ'সা'মী'দে'র ফাঁ-সি'র দা'বি'তে মা'ন'ব'ব'ন্ধ'ন ও প্র'তি'বা'দ স-মা'বে-শ করেছে গ্রামবাসি। ১২ মার্চ'২৩ রোববার সকালে মঠবাড়িয়া উপজেলার দাউদখালি ইউনিয়নের চালিতাবুনীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মূখ সড়কে সহস্রাধিক বি'ক্ষু'ব্দ গ্রামবাসি ও নি'হ'ত প্রবাসির শো'কা'র্ত পরিবারের সদস্যরা কা'লো'ব্যা'জ ধারন করে ঘন্টাব্যাপী এ মা'ন'ব'ব'ন্ধ'নে অংশ গ্রহন করেন।

এসময় গ্রে'ফ'তা'র'কৃত ৫ আসামীর ফাঁ'সি'র দা-বি জানিয়ে ইউনিয়ন আ.লীগ সভাপতি বজলুর রহমান খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক ইউপি সদস্য মাহবুব হোসেন মনির, শিক্ষক মোকছেদ আলী, মাদ্রাসা শিক্ষক সাইফুল্লা বিন জাকারিয়া, নি'হ'তে'র ভাই নূরুল ইসলাম, ফকরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন ও নি'হ'তের স্ত্রী সীমা আক্তার প্রমূখ।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি দিনগত রাত দুইটার দিকে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামীণ সড়কে প্রবাসী আমিরুল হ-ত্যা-র শি'কা'র হন। পুলিশ ওই রাতে ঘটনাস্থল হতে নি'হ'ত'র লা-শ উ-দ্ধা-র করে। নি'হ'ত আমিরুল ইসলাম উপজেলার চালিতাবুনীয় গ্রামের মোকসেদ আলী হাওলাদার এর ছেলে। সে দুই সন্তানের জনক।

এ ঘটনায় নি'হ'ত আমিরুলের বড় ভাই নূরুল ইসলাম বা'দি হয়ে ঘটনার পর দিন ২২ ফেব্রুয়ারী বুধবার ৫ জন নামীয় ও অ'জ্ঞা'ত ৫ জনের বি'রু'দ্ধে মা-ম-লা করেন। পুলিশ ঘটনার রাতেই স্থানীয় চালিতাবুনিয়া গ্রামের হায়দার পঞ্চায়েত (৫০), তার ছেলে কলেজ ছাত্র তাহসিন আরবি (১৮), একই গ্রামের কুয়েত প্রবাসী মাহাবুবুর রহমানের ছেলে নিয়াজ মাহামুদ (১৭), রাজমিস্ত্রী ইউনুসের ছেলে মো. হোসাইন (১৭) কে গ্রে'ফ'তা'র করেছে। পরে আলিয়ার রহমান অলি (৪৫) কে ঢাকা থেকে পুলিশ গ্রে'ফ'তা'র করে। এছাড়াও আ'সা'মি'দে'র স্বী'কা'রো'ক্তি মোতাবেক হ'ত্যা'য় ব্যবহৃত ধা'রা'লো অ-স্ত্র পুকুর থেকে উ'দ্ধা'র করে পুলিশ। বর্তমানে এ'জা'হা'র'ভূ'ক্ত এ পাঁচ আ'সা'মী জে'ল-হা'জ'তে রয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ হ'ত্যা'ন্ডে এ'জা'হা'রভু'ক্ত ৫ জনকে গ্রে'ফ'তা'র করে আদালতের মাধ্যমে জে'ল হা'জ'তে পাঠানো হয়েছে। ঘটনা ত'দ'ন্ত শেষে অ'ভি'যো'গ'পত্র দাখিল করা হবে।
Ссылки и html тэги не поддерживаются


Комментарии: